আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চন্দনাইশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প পালন


চন্দনাইশ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চন্দনাইশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টেবার) বিকালে চন্দনাইশ পৌরসদর কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আলোচনা সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন
চট্টগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মজিদ শাহ, আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল কবির, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, চন্দনাইশ উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ, সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহবায়ক আজম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটন, সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান সহ উপজেলা ও পৌরসভা যুবদলের নেতা-কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসররা প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অরাজকতিা তৈরির চেস্টা করছে। যুবদল অতন্ত্র প্রহরীর মতো মাঠে আছে। থাকবে। তাদের মোকাবেলা করবে। তারা সারাদেশের যুবকদের যুবদলের পতাকা তলে একত্রিত হয় রুপান্তরের বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশ নেয়ার আহবান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, আগামীর রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক না কেটে জনসাধারণের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর