আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোবাইল ফোনের বড় চালান আটক বিমানবন্দরে


অনলাইন ডেস্ক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটের ভেতর অভিযান চালিয়ে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে ১৮ লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোনের চালান আটক করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সংস্থা শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে এসব মোবাইল ফোন পাওয়া যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যৌথ অভিযানে যাত্রীবিহীন পরিত্যক্ত ১টি ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোন (স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট ফোন ৪৯টি এবং নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন ৪৬টি) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যসামগ্রী বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। ৪৯টি স্মার্ট ফোন ৩৫ হাজার টাকা করে ১৭ লাখ ১৫ হাজার টাকা। ৪৬টি বাটন ফোন ২,৫০০ হাজার টাকা করে ১ লাখ ১৫ হাজার টাকা।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর