চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তের হাজার টাকা জরিমানা করা হয়। ১৫ অক্টোবর উপজেলা সদর চন্দনাইশ পৌরসভা বাজারে এ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, সকাল ১০:৩০ হতে দুপুর ১২:৩০টা পর্যন্ত চন্দনাইশ পৌরসভার বাজারে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। মূল্যতালিকা না থাকা ও অধিক দামে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক এ জরিমানা ঘটনাস্থলে আদায় করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনাকালে চন্দনাইশ থানার একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ সহায়তা করেন।
সৈয়দ শিবলী ছাদেক কফিল: