চন্দনাইশ পৌরসভা এলাকা থেকে ৩০০০ ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ ।
পুলিশ সাংবাদিকদের জানান,, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের বুলারতালূক এলাকার আল-জারবোয়া মক্কা ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে এস আই খালেকুজ্জামানের নেতৃত্বে আল- আশুলিয়া থানার পাথালিয়া ইউপির ১ নং ওয়ার্ডের ডালিম মিয়ার ছেলে রাব্বি হোসেনকে মোবাইলের পাওয়ার ব্যাংকের ভিতরে লুকানো অবস্থায় ১০০০ ইয়াবা এবং দিনাজপুর জেলার চিরিবন্দর থানার আব্দুলপুর ইউপির ৫ নং ওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে মামুনুর রশিদ কে কাভার্ড ভ্যানের সিলিং এ লুকানো অবস্থায় ২০০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। মাদক বহনকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।