আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেরিন ড্রাইভ সড়কে বাইক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু: আহত-১


শ.ম.গফুর:

কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সাজিদ কবির’র মৃত্যু হয়। এসময় সাথে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনা পরবর্তী কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সাজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহত কিশোর সাজিদ কবির টেকনাফের নয়াপাড়ার বাসিন্দা ও কক্সবাজারের সমবায় অফিসে কর্মরত কবির আহমেদ’র ছেলে। সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করেন। বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজের ছাত্র ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর