নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পাটজাত পণ্য রপ্তানিকারক সমিতি (বিজেজিইএ)’র টানা তিনবার পরিচালক নির্বাচিত হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্তর্গত এওচিয়া দানেশ চৌধুরী বাড়ীর কৃতি সন্তান মুরিদুল আলম চৌধুরী।
জানা যায়, মুরিদুল আলম চৌধুরী ছাত্র জীবনে দেওদীঘি কে.এম. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে ভাষা ও সাহিত্যে নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন।
তিনি দীর্ঘ পথপরিক্রমায় ব্যবসা বাণিজ্যে যেমন সফল হয়েছেন, তেমনি পাঠজাত পণ্য রপ্তানি বাণিজ্যেও সফল হয়ে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি একজন সমাজসেবক, শিক্ষানুরাগী ও আলোকিত ব্যাক্তিত্ব হিসেবে এলাকার সকল স্তরের মানুষের অন্তরেও স্থান করে নিয়েছেন।
টানা তৃতীয় বারের মতো বাংলাদেশ পাটজাত পণ্য রপ্তানিকারক সমিতি (বিজেজিইএ) এর পরিচালক নির্বাচিত হওয়ায় বিজেজিইএ’র সকল সদস্যকে চাটগাঁর সংবাদ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকা সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরী।
Leave a Reply