নিউজ ডেক্স>>>মুন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান ফয়সাল মুন এর সভাপতিত্বে ও ফুলের হাসি ফাউন্ডেশন এর সা. সম্পাদক তসলিম হাসান হৃদয় এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান মানবিক মানুষ মোহাম্মদ কামরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশন উপদেষ্টা সমাজ সেবক আবু তাহের চৌধুরী,ফুলের হাসি উপদেষ্টা,মুন ওয়েলফেয়ার সা. সম্পাদক ডাক্তার ইমরান হোসেন, সংগঠক বিবি ফাতেমা,মানবিক মানুষ শিল্পী বাসাক,সোহানী সহ প্রমুখ।প্রধান অতিথি কামরুল ইসলাম বলেন,মানুষ,মানুষের জন্য,জীবন জীবনের জন্য । সমাজে মানুষ মানুষকে খুন করে ঘুরে বেড়ায় আবার সেই সমাজে না বুঝে সামান্য ট্রাফিক আইন অমান্য করলে দিনের পর দিন জেল খাটতে হয়,অন্যদিকে সে সমাজে নিজের স্বার্থে মানুষ মিথ্যের চর্চা করে তখন সে সমাজে মানবতা সব সময় নিরবে নিভৃতে কাঁদে।বিশেষ অতিথি আবু তাহের চৌধুরী বলেন, মানুষ যদি যার যার অবস্থান হতে ছোট ছোট কর্মসুচীর মাধ্যমে মানবিক হয়ে আগামীর নতুন প্রজম্মকে উদার, সৎ ও মানবিক হওয়ার শিক্ষা দিতে পারে তাহলে এই সমাজ পরিবর্তন হবে,অসহায় মানুষের মুখে তখন হাসি ফুটবে। রংপুর, দিনাজপুর সহ, চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় শিতের উপহার সামগ্রী বিতরন করা হবে বলে জানান,তিনি অসহায় ও সকল দুঃস্থ, শিক্ষার্থীকে মানবিক হয়ে আগামীতে মানুষেরকল্যানে কাজ করার উদার আহবান জানান।ফুলের হাসির চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় তার বক্তব্যে বলেন, ফুলের হাসি ফাউন্ডেশন কর্তৃক পুরো শীত ব্যাপী বিভিন্ন দাপে আরো অনেক দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কর্মসুচীকে ও তিনি স্বাগত জানান।সভাপতি ফয়সাল মুন,সকল কে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে সকল মানবিক কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply