আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের প্রজন্মদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া

১লা ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১ম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা।

রোববার(১ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১ম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও মোনাজাত করেন নেতাকর্মীরা।

পরে এ উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সভাপতি মো. আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মাসুদুল আলম চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা নুরুল আমন, প্রধান বক্তা ছিলেন দেন ফটিকছড়ি বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার মাহাবুবুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি কামরুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেফুজুল আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ এনাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জোবায়ের ইসলাম, সেকান্দর মেম্বার, ফটিকছড়ি উপজেলা’র সভাপতি সাইফুদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আক্কাস আলী খোকন, মিরসরাই উপজেলার সভাপতি গোলাম আজাদ ফারাজী, সিনিয়র সহ-সভাপতি রাসেল ফারাজী, সহ-সভাপতি ইমাম হোসেন রিগা, হাটহাজারী উপজেলার সভাপতি সাব্বির হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল মোমিন সজুব, সন্দীপ উপজেলার সভাপতি নুর হোসাইন পারভেজ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর