রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার,ইতালি থেকে>>> ইতালির মিলানে,মিলান মুসলিম সেন্টার একাডেমি মিলান ইতালির কুরআন শিক্ষার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গত রবিবারের।মিলান মুসলিম সেন্টার জামে মসজিদের তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠানে,প্রবাসে বংশোদ্ভূত নতুন প্রজন্মের মাঝে দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে সভাপতির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি হাফিজ নাজমুল হোসেন সুরুজ।এছাড়া বক্তব্য রাখেন একাডেমীর শিক্ষক শাহ আলম,হাফিজ আব্দুর রহমান সহ আগত অতিথিরা।অনুষ্ঠানে ছিলো শিক্ষার্থীদের কোরআন থেকে তেলাওয়াত,হামদ নাথ,মধ্যাহ্ন ভোজ ও পুরস্কার বিতরণ।শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।পরে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ শান্তি ঐক্য এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আশরাফ সাহেব।প্রবাসের মাটিতে কোরআনের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রবাসী প্রজন্ম শিখবে ইসলামের মূল্যবোধ ও কৃষ্টি এমন টি প্রত্যাশা সবার।