আজ ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মির্জাখীল ডিলার পাড়ায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের ডিলার পাড়ায় মেধা পুরস্কার, প্রবাসী সম্মাননা, ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে ডিলার পাড়া জামে মসজিদ মাঠে ডিলার পাড়া মানবিক উন্নয়ন মূলক সংগঠনের উদ্যোগে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও চট্রগ্রাম জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী। মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর করেন মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা সাফয়ান বিন হারুন আজহারী , মাওলানা এম মামুনুর রশিদ ও ডিলারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ছফির উল্লাহ ।

নাগরিকদের মানবিক চরিত্র গঠনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কল্যাণময় রাষ্ট্রের জন্য নাগরিকদের চরিত্র আগে পরিবর্তন করতে হবে। নাগরিকদের উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য উন্নত মানের বান্দা হতে হবে। একটি উন্নত রাষ্ট্র মানে শুধু ব্রিজ কালভার্টের উন্নয়ন নয়। ওই রাষ্ট্রের নাগরিকদের উন্নত মানবিক চরিত্রের অধিকারী হতে হবে। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক গড়ে তুলতে পারলেই এবং মানবিক চরিত্র গঠন করতে পারলেই একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

মাহফিলে অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ-শেফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা নুরুল হক, সাতকানিয়া বিএনপির সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক ,নির্যাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী, সোনাকানিয়া ইউনিয়নের জামায়াতের আমির শাহাদাত হোসেন, ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মনির আহমদ, ইউপি সদস্য আহমদ কবির ভেট্টা, অবসর প্রাপ্ত সেনাবাহীনির ওয়ারেন্ট অফিসার ডাক্তার জাফর আহমদ, সোনাকানিয়া প্রবাসী ফোরামের সহ সভাপতি ও সমাজ সেবক আবদুল মালেক,বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রহমান, ডিলার পাড়া জামে মসজিদের সাবেক সভাপতি শফিকুর রহমান ভুট্টু , চট্রগ্রাম প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদ, বিশিষ্ট ব্যাংকার তাসনীম আলম জাবেদ, ডিলার পাড়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক , তরুণ রাজনিতীবিদ ও সমাজসেবক নুরুল আবছার সওদাগর , বিশিষ্ট ব্যাংকার খালেদ হোসাইন,মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও জামে মসজিদের সাবেক সহসভাপতি ফয়সাল চৌধুরী , সাবেক ছাত্র নেতা ও সমাজ সেবক আব্দুল আজিজ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিলার পাড়া মানবিক উন্নয়ন মূলক সংগঠনের সভাপতি আবদুল মোমেন, সাধারণ সম্পাদক মো মোক্তার, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ সৈয়দ হোসেন, রুবেল, আব্দুস ছফুর, রহিম, ইরফান, রুকন উদ্দিন, ইমতিয়াজ, আব্দুল্লাহ,রিদুয়ান,ফারদিন,মহিউদ্দিন সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।

কোরআন প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্হিত ছিলেন হাফেজ ইউনুস ও মাওলনা সিহাব উদ্দিন। রাতে মুসল্লির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ডিলার পাড়া তাফসীরুল কোরআন মাহফিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর