আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশিসহ ২ জন আহত


বান্দরবান জেলা প্রতিনিধি >>> বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা আহত হয়েছে।গতকাল রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে শূন্য সীমারেখা পাশে এ ঘটনা ঘটে।আহত বাংলাদেশি জাহাঙ্গীর আলম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়।আহত জাহাঙ্গীর আলম (১৯) তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনিয়া এলাকার আবদুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। তবে মো. হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও মো. হোসাইন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের ধারণা, কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুই স্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় মো. হোসাইনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম অ্যান্ড অপস্) বলেন, আরাকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছে। বাংলাদেশি আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছে। তবে কী কারণে তাদের গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর