আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দে প্রকম্পিত নাইক্ষ্যংছড়ি’র সিমান্ত এলাকা


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার ৪৫ নং সীমান্ত পিলার জামছড়ি এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলির শব্দ শোনা এসেছে নাইক্ষ্যংছড়ির সিমান্ত এলাকায়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ৫ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত প্রায় ৩০০ রাউন্ড গোলাগুলির শব্দ প্রবল বেগে শোনা এসেছে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামছড়ি এলাকায়। সীমান্ত এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বতর্মান সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার মিয়ানমার সরকার নিয়ন্ত্রিত কোন বাহিনীর অস্তিত্ব নেই। ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তের অংশে জান্তা সরকার সমর্থিত দুটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপের অবস্থান রয়েছে তারাই দখলে থাকা আরেক বিদ্রোহী গুষ্টি আরকান আর্মির সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে থাকে মাঝেমধ্যেই। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাবেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গোলাগুলির প্রকট শব্দ তিনিও নিজ কানে শুনেছেন তবে কি কারণে এরকম গোলাগুলির ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি অবগত নন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর