আজ ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাহে রমযানকে স্বাগত জানিয়ে সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত।


প্রেস বিজ্ঞপ্তি >>> পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্দোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।২৮শে ফেব্রুয়ারী রোজ জুমাবার পৌরসভার আমীর মাওলানা হামিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ,উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, জেলা শূরা সদস্য এম ওয়াজেদ আলী,উপজেলা সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন, পৌরসভার এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহাঙ্গীর আলম,উপজেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, ফৌজুল কবির, মাওলানা মাহমুদুল হক,কামরুল ইসলাম, আইয়ুব আলী,রফিক উদ্দিন প্রমুখ।মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন- পবিত্র মাহে রমযানে দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে,রমজান মাসে পবিত্রতা রক্ষায় সকল হোটেল রেস্তোরা দিনের বেলায় বন্ধ রাখতে হবে, সকল প্রকার অশ্লীলতামুলক কাজ বন্ধ রাখতে হবে।অবিলম্বে জামায়াতে ইসলামী সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর