আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মালদ্বীপে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।


মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> যথাযোগ্য র্মযাদায় বাংলাদশে হাইকমিশন, মালদ্বীপে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়। গতকাল রোজ শুক্রবার বিকেলে হাইকমিশনের হলরুমে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মোঃ সোহেল পারভেজ। হাইকমিশনের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় । এরপর মাননীয় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন হাইকমশিনরে তৃতীয় সচিব জনাব মোঃ জিল্লুর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা । অতঃপর ভাষা শহিদগনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ বি এন পির সভাপতি ব্যবসায়ী মো: খলিলুর রহমান এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ জনাব মোক্তার আলী লস্কর। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ও জনাব মোঃ হান্নান খাঁন কবির প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার মালদ্বীপ বি এন পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি মোঃ আলতাফ হোসেন সহ সভাপতি মোঃ বাবুল হোসেন সহ সভাপতি মোঃ ফারুক হোসেন সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম মোঃ রফিকুল ইসলাম প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান সাহ্জী মোঃ পিয়াস ও মোঃ করিম রানা, প্রস্তাবিত মালদ্বীপ যুবদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহবায়ক মোঃ মাসুম মুন্না যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও মোঃ জাকির হোসেন প্রমুখ, দিবসটি উপলক্ষ্যে নির্মিত দুটি প্রামাণ্যচত্রি অনুষ্ঠানে প্রর্দশন করা হয়।সবশেষে প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন বীর ভাষা সৈনিকদের; যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তিনি মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাভাষার র্মযাদা বৃদ্ধি এবং মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন। তিনি ২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতির জন্য প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার কথা স্মরণ করনে। তিনি বলেন পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণ করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও তিনি মাতৃভাষা বাংলা ও বাংলাদেশের ভাবর্মূতি উজ্জ্বল করার জন্য সকল প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান।এর পাশাপাশি উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের মালদ্বীপে বৈধভাবে আইনমেনে সম্মানের সাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।এরপর ভাষা শহীদদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফরোত কামনা করে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করা হয়।সবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলদরিয়া শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।অনুষ্ঠানে দোতালয়ের কল্যান সহকারী জনাব আল মামুন পাঠান, ও মোঃ জসিম উদ্দিন কন্সুলার সহকারী মোঃ ময়নাল হোসেন সহ সকল কর্মকর্তা ও উল্লখেযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।এছাড়াও মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার মহোদয়ের সহধর্মিণী মিসেস রোমানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। উল্লেখযোগ্য সংখ্যক শিশু এবং তাদের অভিভাবকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর