আনোয়ারা প্রতিনিধি: মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’ এর উদ্যোগে আগামী ২৬ এপ্রিল (শনিবার) সকাল ৯ টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত ওষখাইন রজায়ী দরবার শরীফের বিশ্ব নূর মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ প্রকাশ (রজায়ী হুজুর)।
রবিবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী দরবারের সকল আশেক ভক্ত, মুরিদানসহ দেশবাসীকে এই কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে রজায়ী হুজুর বলেন, গাজায় দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদের জোয়ার উঠেছে,ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন,তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি।
তিনি আরও বলেন, গাজার নিরস্ত্র মানুষগুলো আজ অবরুদ্ধ, খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে ধুঁকছে। প্রতিনিয়ত বোমা ও গুলির শব্দে শহীদ হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধ। এই নির্মমতার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করার জন্য আমাদের আরও উচ্চকণ্ঠ ও প্রতিবাদী হওয়া জরুরি।
Leave a Reply