আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানসম্মত শিক্ষা অর্জন

মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার্থীদেরঃ কর্নেল অলি 


 

চট্টগ্রাম চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড রোগমুক্ত করে জাতিকে উন্নত করতে হবে। তাই, ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে লেখা-পড়া করতে হবে। মানসম্মত শিক্ষা বা জ্ঞানার্জন করতে হবে। সুশিক্ষা অর্জন করলে নিজের লাভ, জাতিরও লাভ।

১১ নভেম্বর সোমবার সকাল ১১টায় বরমা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক খালেদুর রহমান ও প্রভাষক আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ওমর ফারুক সানি, কলেজের দাতা সদস্য মাহমুদ বিন কাসেম, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব কুতুবী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আুবদুর রহীম বাদশা, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, এলডিপি নেতা মোসলেম খান, কলেজ জিবি সদস্য শফিকুল ইসলাম মানিক, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, বরমা মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল হক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সেলিনা আখতার প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাক, শিক্ষক, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সৈয়দ শিবলী ছাদেক কফিল:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর