আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক সেবন ও অনৈতিক কর্মকান্ডে সময় ১৫ বহিরাগত বেরোবিতে আটক


মোঃইনামুল হক, রংপুর 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ বহিরাগতকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ক্যাম্পাসে অভিযান চালায়। এতে পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে চার যুগলসহ ১৫ জন বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস ও পুলিশ প্রশাসন কাজ করছে। রাতে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালানোর সময় মাঠের অন্ধকার থেকে চার বহিরাগত যুগল ও মাদক সংশ্লিষ্টতায় কয়েকজন যুবককে আটক করা হয়।

প্রথমবারের মতো আটক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর