আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদকের অপব্যবহার রোধকল্পে চন্দনাইশে সামাজিক আন্দোলন বিষয়ক কর্মশালা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, কাঞ্চনাবাদ ইউ.পি চেয়ারম্যান মো. আবদুল শুক্কুর, সাতবাড়িয়া ইউ.পি চেয়ারম্যান আহমদুর রহমান, হাশিমপুর ইউ.পি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিব উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, পরিসংখ্যান কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেল পরিদর্শক সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগ সহ-সভাপতি মাষ্টার আহসান ফারুক, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিজোয়ান সিদ্দিকী, গাছবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক ইশতিয়াক ইবনে ওয়াহিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, পল্লী বিদ্যুৎ চন্দনাইশ জোনাল অফিসের এনফোর্সম্যান্ট কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস, সাংবাদিক নুরুল আলম মাষ্টার, এসএম রহমান, কামরুদ্দিন, আবু তালেব আনচারী, খালেদ রায়হান, এমএ হামিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, আজিমুশ্শ্বানুল হক দস্তগীর, কামরুল ইসলাম মোস্তফা, হেলাল উদ্দীন নিরব, এসএম ওমর ফারুক, জনি আচার্য, চন্দনাইশ সদর সপ্রাবির প্রধান শিক্ষক কানিজ আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহজালাল সোহেল, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ ভট্টাচার্য, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ মোজাম্মেল, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী, তথ্যসেবা কর্মকর্তা শাপলা খাতুন প্রমূখ।

সমাজের সব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনভাবে সামাজিক পরিবেশ বিঘ্নিত হতে দেয়া যাবে না। মাদকদ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক রোধে কার্যকর ভূমিকা পালন করেত হবে।”

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর