মাতারবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ৫টি দোকান উচ্ছেদ ১৪ হাজার টাকা জরিমানা
২৭ই নভেম্বর মহেশখালীতে থেমে নেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং অভিযান অসাধু ব্যবসায়ী ও সরকারী জমি অবৈধ দখলদারের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
২৭ই নভেম্বর সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা'র ভ্রাম্যমাণ আদালত মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পুরাতন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এই সময় মাতারবাড়ী ইউনিয়ন (ভূমি)অফিসের সরকারী জায়গা দখল করে ভূমি অফিসের বাউন্ডারির পাশঘেষে অবৈধভাবে গড়ে তোলা ৫টি দোকান উচ্ছেদ করা হয়।
একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫ (পাঁচ) টি মামলার মাধ্যমে ৫ জন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন- সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা'র ভ্রাম্যমাণ আদালত। সার্বিক সহযোগীতায় ছিলেন-মহেশখালী উপজেলা ভূমি অফিসের (নাজির) মাঈনুল সহ সংশ্লিষ্ট জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন-মাতারবাড়ী পুলিশ বিটের এএস আই রিয়াজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও সরকারী জমি অবৈধ দখলদারের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
সরওয়ার কামাল, মহেশখালীঃ