মাতামুহুরী ব্লাড ডোনার্স ক্লাব এর উদ্যোগে সদস্য ইমরুল হাসান ইমনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম হাজ্জাজের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম তাওসীফ।
এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠক আলতাফ হোসেন, হামিম আল আবির, আম্মার বিন হোসেন, মাতামুহুরী ব্লাড ডোনার্স ক্লাবের সিনিয়র সদস্য এমদাদ উল্লাহ, মিনার উদ্দিন, মোঃ মোকাদ্দস, সোলাইমান, এহসানুল হক আরমান, সাইফুল, আরফাত, মিনার আহমেদ মিরাজ, মাসূম, ওমর ফারুক, মেহেদী, সাকিব, আকিব।
প্রধান অতিথি জি.এম তাওসীফ বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো রমজান।