সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ উপজেলার বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি গঠিত হয়েছে। এতে মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা কুতুব উদ্দীন সভাপতি মনোনীত হন। ২০ এপ্রিল ২০২৫, রোববার মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্টার (প্রশাসন) প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদন প্রদান করা হয়।
চার সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব পদে ভারপ্রাপ্ত সুপার, অভিভাবক সদস্য মুহাম্মদ আবুল বশর ও সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ জসীম উদ্দীন।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলা শাখার আমীর, সেবন্দী জামে মসজিদের খতিব, সেবা ও উন্নয়ন সংস্থা মুসলিম এইড, মানব কল্যাণ পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও কার্যক্রমের সাথে জড়িত আছেন বলে জানা যায়।