সরওয়ার কামাল, মহেশখালীঃ
২২ই নভেম্বর মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ই নভেম্বর রাত ১০ টায় গোরকঘাটা বাজারের জাহেদ এগ্রোফিড (সার) দোকানের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আরো দুইটি দোকানে আগুন লাগে।
এসময় বাজারের লোকজন সহ পার্শ্ববর্তী জলদাশ পাড়ার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ দাশের এর নেতৃত্বে ১ টি ইউনিট এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এরই মধ্যে জাহেদ এগ্রোফিড (সার) দোকান, নেপাল ফুড ও কাজলের চাউলের দোকানসহ ৩টি দোকান সম্পুর্ন ভাবে পুড়ে গেছে।