আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার।। মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা,অস্ত্রসহ ১২ মামলার পলাতক আসামি ডর মনু (৪৮) কে গ্রেফতার করেছে। রবিবার গভীর রাতে চকরিয়া থানার কোনাকালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কালাম প্রকাশ ডর মনু মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়ি পাড়া এলাকার মৃত নজির আহমদোর পুত্র।জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী পিপিএম, সঙ্গীয় এসআই সাজ্জাদ হোসেন,এসআই ফরাজুল ইসলাম,এসআই রাজীব চৌধুরী,এএসআই এমদাদ,এএসআই লিংকন,এএসআই জাহাঙ্গীর(চকরিয়া থানা)ফোর্সসহ রবিবার ( ১২ জানুয়ারী) গভীর রাতে চকরিয়া থানার কোনাকালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা, অস্ত্রসহ ১২ মামলার পলাতক আসামি আবুল কালাম প্রকাশ ডর মনুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি হত্যা মামলা, দুইটি অস্ত্র ও নয়টি বন মামলা রয়েছে বলে জানান ওসি মোঃ কাইছার হামিদ।।
Leave a Reply