আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার ।। মহেশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছর এবং পারিবারিক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ ৫ পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। এসময় ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। শুক্রবার রাতে মহেশখালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করে পুলিশ।
জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজ উদ্দিন এর নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই সাজ্জাদ,এসআই জীবন দে,এসআই মহিউদ্দিন,এএসআই এমদাদ,এএসআই এজাহার,এএসআই নাছির,সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ( ১৭ জানুয়ারি) গভীর রাতে মহেশখালী থানাধীন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ বড় মহেশখালী হিন্দুপাড়ার দশরত শীলের ছেলে -সুমন শীল(৩৩), বন-৩৭/১১ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী উম্মানিয়া পাড়ার মৃত কবির আহম্মদের ছেলে মোস্তাক মিয়া(৪০), পারি-৬১/২০ মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী কালারমারছড়ার দঃ ঝাপুয়া এলাকার দ্বীল মোহাম্মদ এর ছেলে আতাউর রহমান(২৫), জি,আর- ৮০/০৩ মামলার আসামী-গোলাম সুলতান,পিতা-বদন আলী # বদইন্না,সাং-জৈয়ার কাটা ও জিআর-১৩৩/২৪ এর পলাতক আসামী মোঃ শাহজাহান(৩০),পিতা-জমির হোসেন,সাং-সিপাহীর পাড়া,সর্ব থানা-মহেশখালী,জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।।
Leave a Reply