আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে পুলিশের অভিযানে ৬ আসামী গ্রেফতার


সরওয়ার কামাল, মহেশখালী

৪ঠা ডিসেম্বর মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অভিযান চালিয়ে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ৪ঠা ডিসেম্বর দিবাগত রাত ৩টায় মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদের নির্দেশনায় মহেশখালী থানার এসআই আল আমিন, এসআই মহসীন চৌধুরী, এসআই রাইটন দেব, এএসআই এজাহার মিয়া, এএসআই এমদাদুল হক সহ পুলিশের টিম অভিযান চালিয়ে ৬ জন আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-কালারমারছড়া নুনাছড়ী এলাকার মৃত্যু বখতেয়ার আহমেদের পুত্র মোঃ ঈসমাইল ও ফরিদ আলম,কাছিম আলীর পুত্র জয়নাল আবেদীন, রহমত আলীর পুত্র শাহাব উদ্দিন, ইয়াকুব মিয়ার পুত্র নুরুল ইসলাম টুইট্রা, আলী আহমেদের পুত্র মোঃ তোফান।

এব্যাপারে মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ বলেন, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে মহেশখালী থানার পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর