আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার।
মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে থ্রি জি রাইফেলসহ ৪ টি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ মো. সাজেদ (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। ১ লা ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ তাকে আটক করে পুলিশ।আটক মো. সাজেদ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ১ লা ডিসেম্বর রবিবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের সময় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ ও এস,আই মহসীন চৌধুরী (পিপিএম)'র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে একটি থ্রি-জি রাইফেল, একটি দু'নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি এলজি বন্দুক ও ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মো. সাজেদকে আটক করে।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, আটককৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সহ আটক আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে । আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।