সরওয়ার কামাল, মহেশখালী
মহেশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ৯ই ডিসেম্বর সকাল ১০টায় আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস মহেশখালী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মহেশখালীর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, কক্সবাজারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দুদক পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
র্যালী ও মানববন্ধন শেষে মহেশখালী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আশীষ চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলার ঐতিহাসিক বাবু দীঘির পশ্চিম পাশে আগুনের পরশমনি চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ, বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রীপুরা, দুদক মহেশখালী উপজেলা কমিটির সাবেক সভাপতি ডাঃ মোঃ ফিরোজ খাঁন, বাংলাদেশ জামায়াত ইসলামির দক্ষিণ শাখার আমির মাষ্টার শামীম ইকবাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাজেশ খান্না শর্মা সুশীল, দুদক এর মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, বেসরকারী উন্নয়ন সংস্থার পরিচালক সুব্রত দত্ত। আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা এনজিও প্রতিনিধি, আইন শৃংঙ্খলা বাহিনী, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিগন।
Leave a Reply