আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে অস্ত্র ও গুলি সহ ভাড়াটে সন্ত্রাসী টুনাইয়া গ্রেফতার

মহেশখালীতে অস্ত্র ও গুলি সহ ভাড়াটে সন্ত্রাসী টুনাইয়া গ্রেফতার


মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ হত্যা- অস্ত্র সহ ৭ মামলার পলাতক আসামী শফি আলম প্রকাশ টুনাইয়া (৪০) নামের এক ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ। গ্রেফতারকৃত শফি আলম প্রকাশ টুনাইয়া কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার বদি আলমের পূত্র।

ওসি কাইছার হামিদ জানান , গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মহেশখালী থানার এস,আই মহসীন চৌধুরী (পিপিএম)’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া সাতঘর পাড়া এলাকায়  অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার বদি আলমের পূত্র হত্যা- অস্ত্র সহ ৭ মামলার পলাতক আসামী ভাড়াটে সন্ত্রাসী শফি আলম প্রকাশ টুনাইয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে তার বাড়িতে তল্লাশী চালিয়ে আলমিরার উপর থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও বালিশের নিচ থেকে ৩ টি গুলি উদ্ধার করা হয়।আটক শফি আলম মহেশখালীর বিভিন্ন জায়গায়  চিংড়ীঘের দখল-বেদখলসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডে ভাড়াটে সন্ত্রাসী হিসাবে কাজ করত। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র,ডাকাতি,চুরি হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে।  উল্লেখ্য শফি আলম ২০২১ সালে বিপুল পরিমাণ অস্ত্রসহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিল।

আরো পড়ুন

আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর