সরওয়ার কামাল, মহেশখালীঃ
১লা ডিসেম্বর মহেশখালীতে পুলিশ অভিযানে জি-৩ রাইফেল সহ অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোঃ সাজেদ (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি,মোঃসাজেদ একজন অস্ত্র ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ। মহেশখালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বেসঙ্গীয় এসআই(নিঃ)/ আল আমিন, এসআই(নিঃ)/মহসীন চৗেধুরী, পিপিএম, এএসআই(নিঃ)/এমদাদুল হক, এএসআই(নিঃ)/শিবল কান্তি দেব, সঙ্গীয় র্ফোসসহ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় ১ ডিসেম্বর গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।
এই সময় বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার জনৈক আবদু শুক্কুর এর পুত্র মোঃ সাজেদ(২৫),এর বসত ঘরে তল্লাশী কার্যক্রম পরিচালনা করেন। ১টি বিদেশী জি-৩ রাইফেল, ১টি দোনালা বন্দুক ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ১ টি এলজি,৯ রাউন্ড গুলি ভর্তি ১ টি ম্যাগজিন উদ্ধার সহ আসামী সাজেদ(২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মহেশখালী থানার (ওসি) কাইছার কাইছার হামিদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।