নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন,মহান মে দিবস উপলক্ষে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৭ টায় কাটগড় বাজার সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.আবু জাফরের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো.সোলাইমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী হারুন কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের।
এসময় বক্তব্য রাখেন, পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, হাজী নূর মোহাম্মদ, মো.আইয়ুব, এম এ আহাত,মোস্তাক আহমেদ, মো.লোকমান।
প্রস্তুতি সভায় বক্তারা পহেলা মে বিকাল তিনটায় কাজির দেউরি চত্ত্বরে মহা সমাবেশ সফল করার লক্ষ্যে সবাই কে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান।