আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তি্যোদ্ধা পরিবারের সন্মানে সংবর্ধনা 


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তি্যোদ্ধা পরিবারের সন্মানে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর সকাল ১১ টায় খুলনা জেলা শিপ্লকলা একাডেমি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।খুলনা জেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে। খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তি্যোদ্ধাদের সন্মাননা প্রদান করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি সাধীন দেশ,একটি সাধীন পতাকা ও বাংলাদেশ নামের একটি মানচিত্র। পৃথিবীর বুকে যতদিন বাংলাদেশ থাকবে বাঙালী জাতী তাদের এ অবদান কখনো ভুলবে না।

এই সাধীনতাকে সত্যিকারের মর্যাদা দিতে গেলে সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের অবদানকে আমাদের স্মরণীয় করে রাখতে হবে। তাই মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তি্যোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্মানে আমাদের আজকের এ আয়োজন। সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নগদ অর্থ ও সন্মানোনা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জ ডিআইজি, মো: রেজাউল হক, পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা: শেখ সফিকুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স,ম বাবর আলী,মুক্তিযোদ্ধা সংসদ জেলা জেলা ইউনিট এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান ও জুলাই – আগষ্ট গনঅভ্যুত্থানে শহিদ সাকিব রায়হানের মা বেগম নুর নাহার।এ সময় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর