মোঃ রবিউল হোসেন খান, খুলনা:
মহানগরীর পুকুর জলাশয়ের বর্তমান পরিস্থিতি সংরক্ষনে করনীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর দুপুরে খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে ও সিইপিআর এর চেয়ারপার্সন গোরাঙ্গ নন্দীর সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এ অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, খুলনা একটি জলাশয় সমৃদ্ধ শহর।কিন্তু আমাদের সচেতনতার অভাবে দিন দিন এর পরিমান কমে যাচ্ছে। জলাশয় গুলো সংরক্ষনে ব্যক্তি পর্যায়ে সবাইকে কাজ করতে হবে। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় জলাশয় সংরক্ষণ করা প্রয়োজন।খুলনা মহানগরীতে অনেক জলাশয় বা পুকুর রয়েছে সেগুলো অবহেলিত ও উপেক্ষিত।বর্তমানে যে জলাশয় বা পুকুর আছে সেগুলো সংরক্ষণ করার আশ্বাস প্রদান করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাদিকুল ইসলাম, কেসিসির পরিকল্পনা কর্মকর্তা রেজবিনা খানম রিক্তা,শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির প্রমুখ। সেমিনারে মুল প্রবন্ধ পাঠ উপস্থাপন করেন বেলার সমন্বয়ক মো: মাহফুজুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেসিসির কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীরা।
Leave a Reply