শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:
কক্সবাজারের রামু-৩০ ব্যাটালিয়ন বিজিবি'র মরিচ্যা যৌথ চেকপোস্টে কর্তব্যরত জোয়ানেরা তল্লাশী চালিয়ে একটি সিএনজি জব্দ করেছে।
এ সময় ২ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে।১০ নভেম্বর দুপুরের দিকে উখিয়ার থাইংখালী থেকে ছেড়ে আসা কক্সবাজার গামী একটি সিএনজিতে এ তল্লাশী চালান।এ সময় সিএনজি'র চালকের সীটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।মাদক বহনের দায়ে সিএনজিটি জব্দ করা হয়।
এ সময় পাচারকারী ওই সিএনজির চালক মোবারক হোসেন(২০) কে আটক করা হয়। ধৃত মোবারক হোসেন পালংখালী ইউনিয়নের জামতলী এলাকার খাইরুল বশরের ছেলে। উদ্ধার ইয়াবা,জব্দ সিএনজিসহ চালক'কে নিকটস্থ রামু থানায় সোপর্দ করে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন রামু-৩০ ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক লে:কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।