আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মরিচ্যা যৌথ চেকপোস্টে ইয়াবাসহ যুবক গ্রেফতার


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

রামু ৩০ ব্যাটালিয়ন বিজিবি’র মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত জোয়ানরা একটি সিএনজি’র যাত্রীর দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ৩০ অক্টোবর সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাগর(২৪)। ৩১ অক্টোবর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রামু ৩০ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি বলেন, কক্সবাজার গামী একটি সিএনজিতে চ্যালেঞ্জ পুর্বক তল্লাশী চালিয়ে গ্রেফতারকৃত ব্যক্তির পকেটের মধ্যে লুকায়িত ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সংক্রান্তে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারিকে রামু থানায় সোপর্দ করে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর