আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদ আয়োজনে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট


চন্দনাইশ প্রতিনিধিঃ জমকালো আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত প্রথম বারের মতো অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া স্টেডিয়ামে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সম্পাদক ও পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন টুর্নামেন্টটি উদ্বোধন করেন।

চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মো. আবু বক্কর। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, প্রবাসী ও সমাজসেবক রবিউল হাসান জুয়েল, সংগঠক জাগির হোসেন, মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদের কার্যকরী কমিটির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাকিব, সহ সদস্য সচিব মো জিসান
প্রচার সম্পাদক মোহাম্মদ তানজিদ, কার্যকরী সদস্য মোহাম্মদ সাজিদ, রিদোয়ান, মোস্তফা, তাসিন, সাফিন, রাফি, সিফাত, সাইমন, আনিক, মাহিন, সাফি, সাফিন, সিফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ১ম রাউন্ডে প্রথম খেলা নাছির মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ ট্রাইবেকারে ১- ০ গোলে সাহিত্যিক পাড়া ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হন নাছির মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ। মন অফ দ্যা ম্যাচ ম্যাচ বিজয়ী মোঃ হাছান। ১ম রাউন্ডে দ্বিতীয় খেলা বিকেল ৩টায় চন্দনাইশ ফুটবল একাদশ বনাম আবদুল বারীহাট ফুটবল একাদশ মুখোমুখি হবে।#৳


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর