আনোয়ার হোছাইন: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ভোটার তালিকা হালনাগাদে ছোটখাটো ভুল ত্রুটির উপেক্ষা ও ভোটার তথ্য জমা দেওয়ার সময় বর্ধিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশী সাধারণ নাগরিক পরিষদ'র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি করে। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা।
উক্ত মানববন্ধনে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ার সময় কিছু ছোটখাটো ভুল ত্রুটি সৃষ্টি হয়েছে, যার কারণে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন হতে পারে। আমরা এর সঠিক সমাধান চেয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
তিনি আরও বলেন, ভোটার তালিকা সংশোধনের জন্য সময়সীমা বর্ধিত করার প্রয়োজন, যাতে সকল ভুল ত্রুটি যথাযথভাবে সংশোধন করা সম্ভব হয়।
এছাড়া, মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা, যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করে ভোটারদের সঠিক তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান। তারা বলেন, এমন ভুল ত্রুটির কারণে অনেক মানুষ ভোট দিতে পারবে না, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।
এদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশোধনের পাশাপাশি প্রশাসনের সঠিক ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন, যাতে ভোটারদের সঠিক তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়।