চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে প্যাকেটজাত পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘শাহ কবির এন্টারপ্রাইজ’ নামে আইসক্রীম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্দনাইশ পৌরসভার নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, প্যাকেটজাত পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply