খুলনায় নগরীতে ভোক্তা অধিকারের অভিযান
খুলনায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল নগরীর খালিশপুর ও বটিয়াঘাটা থানায় ভোক্তা অধিকারের দুটি দল তদারকি মুলক অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ সেলিম এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। অভিযানে নগরীর খালিশপুরে জাহিদ মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ন ওষুদ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা, লাবীবা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ন পন্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা, মেসার্স কল্লোল ফার্মেসীকে পন্যর মোড়ক যথাযত ব্যবহার না করার অপরাধে ৬ হাজার টাকা এবং একই অপরাধে মিজান বেকারীকে ৪ হাজার টাকা ও তুষার হার্ডওয়্যারকে যথাযত পন্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ আদায় করা হয়।
একই দিনে বটিয়াঘাটা থানায় অভিযান চালিয়ে সম্রাট ফুড প্রডাক্টসকে মেয়াদ উত্তীর্ন পন্য সংরক্ষণ ও বিক্রয় এবং নোংড়া ও অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেসার্স অব্যয় ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ন ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শরীফা সুলতানা,ক্যাব সদস্য জেড এন সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্যরা।তাদারকি কালে সরকার নির্ধারিত মুল্যে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মুল্যের থেকে বেশি মুল্যে নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন।
মোঃ রবিউল হোসেন, খুলনা প্রতিনিধি,
Leave a Reply