এইচ.এম.সাইফুদ্দীন :
ভূজপুর স্টুডেন্টস' ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
ফোরামের সভাপতি আহমেদ হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিএভিপি মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হাসান মেহেদী, ফোরামের সাবেক সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর অফিসার ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি ও অডিট কর্মকর্তা রব্বানী বোরহান। উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, সাবেক সভাপতি জাহেদ হাছান, সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াছ সানি মুন্না প্রমুখ।
নির্বাচনের মাধ্যমে উসমান আল মাহাদীকে সভাপতি, মো. হাবিবুল্লাহ মিছবাহকে সাধারণ সম্পাদক এবং উসমান আল মাহাদীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন কাউন্সিল ২০২৪-২০২৫ এর নির্বাচন কমিশন।