আজ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাসানচরের উদ্দেশ্যে ১৬ বাসে ৬৮৪ রোহিঙ্গা’র বহর


শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে ৬৮৪ জন রোহিঙ্গার ১৯ তম ১৫ টি বাসের একটি বহর রওয়ানা হয়েছে।১৯ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট’র ডি-৫ মাঠে জড়ো হওয়া এসব রোহিঙ্গা ১৫টি বাসে করে এবং অতিরিক্ত একটি বাসে দুইজন গোয়েন্দা কর্মী ও প্রতি বাসের জন্য একজন করে রোহিঙ্গা সেকেন্ড সিটার রয়েছেন।যারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ভাসানচরের উদ্দেশ্যে চট্রগ্রামে রওয়ানা দেওয়া ৬৮৪ জন রোহিঙ্গার মধ্যে বিভিন্ন সময়ে ভাসানচর থেকে কক্সবাজারে বেড়াতে আসা ৫৬১ জন, জরুরী পরিদর্শনে আসা ৪২ জন এবং ভাসানচর হতে পালিয়ে আসা ৮১ জন সহ ৬৮৪ জন রোহিঙ্গা রওয়ানা দিয়েছেন।তারা বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে নোয়াখালী ভাসানচরের উদ্দেশ্যে জাহাজ যোগে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর