চন্দনাইশ প্রতিনিধিঃ কাল ১১ এপ্রিল শুক্রবার ২০২৫ খ্রি. প্রখ্যাত ভাষাসৈনিক ও শিক্ষাবিদ, চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস (১৯৪৯-৫০), ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সদস্য তমদ্দুন মজলিস চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট ও মুকুল ফৌজের প্রেসিডেন্ট, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের ইংরেজি ও স্কাউট শিক্ষক, ঢাকার জিঞ্জিরা আপগ্রেডেড ইনস্টিটিউট, সাতকানিয়া দেওদীঘি কে এম হাই স্কুল, চন্দনাইশ বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, স্কাউটস লিডার আবুল কালাম আজাদের ২৫ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল। বিকাল তিনটায় ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগারে নাত-হামদ, কেরাত, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির পক্ষ থেকে সবাইকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply