চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশের প্রবীণ শিক্ষাবিদ, বায়ান্নর ভাষা আন্দোলনের প্রথম কাতারের সংগঠক, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস (১৯৪৯-৫০), তমদ্দুন মজলিস চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট ও মুকুল ফৌজের প্রেসিডেন্ট, নগর ছাত্রলীগের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, দেশের বেশক'টি হাইস্কুলের প্রধান শিক্ষক, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের ইংরেজি ও স্কাউট শিক্ষক, ভাষাসৈনিক আবুল কালাম আজাদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালনে গত ১১এপ্রিল শুক্রবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে ১১ এপ্রিল (শুক্রবার) চন্দনাইশ ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো মরহুমের কবর জিয়ারত, পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল, নাত-হামদ, কেরাত, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুমের পুত্র লেখক ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী ও মুখ্য আলোচক ছিলেন পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোহাম্মদ তৈয়বুর রহমান।
ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগার প্রাঙ্গণে বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ,রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যাপক আলহাজ শামীম আল যুবায়ের, রাউজান ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সরোয়ার কামাল চৌধুরী, চট্টগ্রাম সরকারি কলেজের ফরেন ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, হাশিমপুর মকবুলিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ সোলায়মান চৌধুরী, চট্টগ্রাম বন্দর কলেজের প্রভাষক গাজী আকবর হোসেন, পটিয়ার মুজাফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী (আবাসিক) মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক চিন্ময় মিত্র, পটিয়া ভাটিখাইন নলিনীকান্ত ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, চাটগাঁর মিডিয়ার সম্পাদক মো. শহিদুল আলম, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক রনজিত কুমার দে, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোঃ বোরহান উদ্দিন, গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসের এক্সট্রা মোহরার মরহুমের প্রাক্তন ছাত্র টিপু সুলতান, উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. মোজাহেরুল কাদের, রহমানিয়া আহমদীয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মো. জোনাইদ, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ও উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি নুরুল আলম ম্যানেজার, সহ-সভাপতি মোঃ নুরুল হুদা, সিনিয়র সদস্য মোঃ নূর হোসেন, সমাজসেবী মোঃ আবদুল্লাহ, মোহাম্মদ ইউনুস, মোঃ সেলিম উদ্দিন, মাওলানা সৈয়দুল হক বাচা, মোহাম্মদ জসিম উদ্দিন, ফটো সাংবাদিক গৌতম, ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের সদস্য সাদিয়া মিশকাত, তানজীরুল আলম আনাস, আবদুল্লাহ ফয়সল আজাদ, মনোয়ার মুস্তাকীম, খাদেমুল ইসলাম রিফাত,জোবায়ের আজাদ , শাওয়াল উদ্দিন রিয়াদ, আরিফুল ইসলাম ,রিদওয়ান আলম প্রমুখ। মরহুমের জীবন -কর্ম নিয়ে আলোচনা করেন তাঁর শ্যালক গ্রামীণ ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আলমগীর চৌধুরী।
আলোনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, প্রথিতযশা শিক্ষাবিদ ভাষাসৈনিক আবুল কালাম আজাদের মতো গুণী ও নিবেদিত প্রাণ শিক্ষক আল্লাহর কাছে ও প্রিয়। আদর্শ শিক্ষকের সব গুণাবলী তাঁর মধ্যে ছিল। তিনি নিজেও প্রজ্ঞাবান আলোকিত মানুষ ছিলেন এবং আজীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন । এরকম শিক্ষক শুধু ইহকাল নয় পরকালেও সম্মানিত হবেন। ভাষাসৈনিক শিক্ষক আবুল কালাম আজাদের জীবন ও কর্ম আলোচনাও শ্রবণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের শিক্ষক শিক্ষার্থী ও সবাইঅনেক কিছু শিখতে পারবে। তাঁর যোগ্য সন্তান তাঁর নামে এডুকেশন সোসাইটি ও গ্রন্হাগার প্রতিষ্ঠা করেছেন। যা একটি উত্তম সদকায়ে জারিয়া। তিনি ভবিষ্যতে এ সংগঠনের উন্নতি ও সফলতা কামনা করে তাঁর রূহের মাগফিরাত কামনায় সবাইকে নিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, মরহুমের বাড়িতে পৌঁছে প্রথমে তিনি তাঁর কবর জিয়ারত করেন।
ছবির ক্যাপশনঃ চন্দনাইশে ভাষাসৈনিক ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদের ২৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। পাশে মরহুমের কবর জিয়ারত করেন।