আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমাপনী সভা অনুষ্ঠিত।


মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> খুলনা সদর শাখার আয়োজনে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় খালিশপুর ব্র্যাক লার্নিং সেন্টার হলরুমে এ সমাপনী সভা অনুষ্ঠিত হয়।ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলা ব্যবস্থাপক শেখ সোবহানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মিলন সাহা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন পরবর্তী সময়ে সময়ে সমাজের সুবিধা বঞ্চিত স্কুল থেকে ঝড়ে পড়া কিশোর, কিশোরীদের কারিগরি, বৃত্তিমুলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান ও জলবায়ু পরিবর্তনে যে ঝুঁকি রয়েছে সমাজে সেসব সুবিধা বঞ্চিতদের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা মোবাইল সার্ভিসিং, আইটি সেক্টর, টেইলর, উডফার্নিচার, কম্পিউটার ট্রেইনিং প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।এটি আয়বর্ধক ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি সহ নিজে ও পরিবারকে সাবলম্বী করে গড়ে তোলা। এটি উন্নত সমাজ বিনির্মানে অংশীদার হতে পারে। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব রয়েছে এবং এর প্রভাব সব সময় থাকে ও তাদের এখানে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন ঝুকি মোকাবেলায় বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে যারা প্রশিক্ষণ নিয়েছেন ও দক্ষ হয়েছেন তারা পরবর্তী জীবনে সফলতা অর্জন করবে। জীবনে সব থেকে বেশি দরকার যেটা সেটা হলো নিজের ইচ্ছা পরিশ্রম আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া।আমাদের নিজেদের সাফল্য ও দক্ষতার জন্য নিজেদের পরিশ্রম করতে হবে। তাহলেই আমরা নিজেরা সফল হবো।সময়ের সাথে আমাদের সৎ ব্যবহার করতে হবে। ব্রাকের প্রশিক্ষণের মাধ্যমে যাতে সফলতা অর্জন করা যায় ব্রাক সে সুবিধা আপনাদের করে দিয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতা অর্জন করেছেন সে দক্ষতাকে আরো শানিত করা যায়। পাশাপাশি ব্রাকের এই প্রশিক্ষণে দুটি ফেজে ১০০ জন প্রশিক্ষণার্থী সিলেকশন হয়েছে তাদের একটি ডেটাবেজ তৈরি করে রাখলে পরবর্তীতে এক বা দুবছর পর তাদের আসলে কি ধরনের উন্নতি হয়েছে, দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কি কাজে লাগাতে পেরেছে এ ধরনের একটি ফলোয়াপ রাখার উপর গুরুত্বরোপ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপ- পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মো: মোস্তাক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনার প্রগ্রাম অফিসার, সাজিয়া আফরিন সিদ্দিকী, আঞ্চলিক ব্যাবস্থাপক ব্রাক জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম সঞ্জয় ব্যানার্জি, ব্রাক লার্নিং সেন্টার খুলনা অপারেশন ম্যানেজার ফজলে রাব্বি। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তা পুতুল হারবাল পার্লারের কর্নধার পুতুল বলেন, তিনি প্রথম থেকেই সাথে আছেন ব্রাকের এই প্রকপ্লের। ব্রাকের কারনে অনেক মেয়ে আমার প্রতিষ্ঠানে কাজ শিখে এখন সাবলম্বি।এটা আমার জন্য গর্বের।আমি চাই এভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাক।আমার হাত দিয়ে আরো অনেক ঝড়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুরা সামনের দিকে এগিয়ে যাক। ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মসুচি, খুলনা,সদর, মো: জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এ সভায় আরো উপস্থিত ছিলেন, ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মসুচির মো: আনোয়ারুল ইসলাম, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বনিক সমিতির প্রতিনিধি, কোর্স সমাপ্ত ও এবং চলমান প্রশিক্ষনার্থী প্রমুখ। প্রসঙ্গত ব্রাক এ প্রশিক্ষণের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত স্কুল থেকে ঝড়ে পড়া কিশোর, কিশোরীদের কারীগরি, বৃত্তিমুলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে থাকে। এর অন্যতম উদ্দেশ্য হচ্চে, কোর্স সমাপ্ত যে শিক্ষার্থী আছে তাদের স্থায়ী ও শোভন কর্মপরিবেশ ব্যাবস্থা করা। পাশাপাশি বিভিন্ন শিল্পে শিক্ষানবীষ হিসেবে নিয়োগের সুযোগ সৃষ্টি করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর