মোঃ রবিউল হোসেন খান, খুলনা:
খুলনায় দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও হত্যার প্রতিবাদে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর সকাল ১১ টায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতি খুলনা।মানববন্ধনে আনুমানিক ১ হাজারের ও বেশি লোক উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা এলাকায় ক্লাসিক বোর্ড সেন্টারে অস্ত্র ঠেকিয়ে হামলা ও ডাকাতি করে চিহ্নিত সন্ত্রাসী হাড্ডি সাগর ও তার অনুসারী অন্তত ৬ জন।বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী খুলনার সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, খুলনায় বোর্ড ব্যবসায়ী অতি পরিচিত নাম মো: শহীদ খান।তার ব্যবসা প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার প্রকাশ্য দিবালকে হামলা ভাংচুর ও ডাকাতির ঘটনা ঘটেছে। যা আমাদের সারা দেশের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তুলেছে। আমরা অবিলম্বে মো: শহীদ খান এর হামলাকারীদের গ্রেফতার ও ফার্নিচার ব্যবসায়ীদের নিরাপত্তা দাবি করছি।মানববন্ধনে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোসাদ্দেক হানিফ, সাধারণ সম্পাদক মো: আতিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো: মামুন, সহ সভাপতি মো : সাফায়েত হোসেন, কোষাধ্যক্ষ মো: রফিকুল ইসলাম সদস্য মো: আলাউদ্দীন, মো: মিজানুর রহমান, মো: কারিমুল ইসলাম, শেখ জেহাদুল ইসলাম, মির মো: নাসির উদ্দিন, মো: আসাদ তালুকদার, মো: শহীদ খান,আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাল্টিন্যাশনাল ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকিজ বোর্ড,হাতিল ফার্নিচার, হাতিম ফার্নিচার,আকতার ফার্নিচার,আম্বার বোর্ড মিলস,এম আর এস বোর্ড মিলস,উডল্যান্ড বোর্ডের প্রতিনিধিগন।মানববন্ধনে বক্তারা বলেন, দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও ডাকাতি এই সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী বার বার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে হামলা করে অবলিলায় ঘুরে বেড়াচ্ছে। অথচ একাধিক মামলা থাকলে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।অবিলম্বে ক্লাসিক বোর্ড সেন্টারে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সকল ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য ছোট ভাইকে কুপিয়ে আহত করার বিচার দাবি ও চাঁদা না দিয়ে ডাকাতির শিকার হয়েছেন নগরীর সোনাডাঙ্গা বোর্ড ব্যবসায়ী মো: শহীদ খান।থানায় জিডি, মামলা এমনকি যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেও কোন বিচার না পেয়ে এখন নিজের জীবন নিয়ে হুমকিতে পড়েছেন তিনি।অস্ত্র ঠেকিয়ে দিনে দুপুরে দোকান ভাংচুর করে সোনাডাঙ্গা এলাকার ক্লাসিক বোর্ড সেন্টারের মালিক মো: শহীদ খানের কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা লুটের অভিযোগ করেছেন।
গত বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সোনাডাঙ্গার সৈয়দ আলী হোসেন সড়কে ক্লাসিক বোর্ড সেন্টারে অস্ত্রের মুখে দোকানের কর্মচারীদের জিম্মি করে ৬ জনের ডাকাত দল এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় দোকানের সিসি ক্যামেরায় উল্লেখিত আসামীদের দেখা গিয়েছে। ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা হলেও এখনও কোন আসামী গ্রেফতার না হওয়ায় উদ্ধেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ফার্নিচার দোকান কর্মচারী সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি।