আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী পৌরসভার উদ্যোগে মশা নিধন কর্মসুচি উদ্বোধন


প্রভাস চক্রবর্তী, বোয়ালখালীঃ মশা থেকে মানব দেহে বিভিন্ন রোগ হচ্ছে। মশা, মাছি,মানুষের শরীর রোগের বাহক বলা যায়। মেলেরিয়া,টাইফয়ড,ডেঙ্গুর মত ভয়ংকর রোগ মশা থেকে হয়। তাই বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর মশা নিধনে উদ্যােগ নেওয়া হয়েছে।

মশা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালখালী পৌরসভা মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেছেন মেয়র জহুরুল ইসলাম জহুর। সোমবার (৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, কাউন্সিলর হাজী মোঃ নাছের আলী, মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, পৌরসভার সচিব মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, কার্য সহকারী মনিরুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর বলেন, মশক নিধনে সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিক সচেতনতা। নিজ দায়িত্বে বাসা-বাড়িতে মশক প্রজনন ও উৎপত্তিস্থল বিনাশ এবং বর্জ্য-আবর্জনা সরিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলার অনুরোধ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর