মানুষের অন্তিম কালে শেষ যাত্রা এবং শেষ ঠিকানা হচ্ছে শ্মশান। শ্মশানে অভাবে মানুষ শহরে নিয়ে যেতে হয়। পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির সংলগ্ন ভোলা পুকুর পাড় সনাতন ধর্মাবলম্বীদের মৃত দেহ সনৎকারের জন্য ত্রিলোকেশ মহাশ্মশান
উদ্বোধন করা হতে হয়েছে । পোষ্ট মাষ্টার জেনারেল পূর্বাঞ্চল (অঃ)আনন্দ মোহন দত্তের সভাপতিত্বে, পৌরসভা মহা-শ্মশানের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধক সুচনা করবেন গোমদন্ডী যোগ আশ্রমের অধ্যক্ষ ও দীক্ষাচার্য্য শ্রীমৎ স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ। মহান অতিথি হিসেবে উপস্থিত থাাবেন, যোগাশ্রমের শ্রীমৎ স্বামী নির্বানান্দ সরস্বতী মহারাজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , যোগাশ্রমের কর্মাধ্যক্ষ এবং ত্রিলোকেশ মহাশ্মশানের বাস্তবায়ন পরিষদ”র প্রধান উপদেষ্টা শ্রীমৎ ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার জনপ্রিয় মেয়র জহুরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ,
মেয়র বলেন, আমি এ মহাশ্মশানের জন্য সার্ব্বিক সহযোগিতা করবো।বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। দেশে সকল ধর্মের ধর্মীয় উৎসব উদযাপনের জন্য সরকার বিশেষভাবে সহযোগিতা করছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনসহ শ্মশান ও ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে সরকার অত্যন্ত আন্তরিক।
Leave a Reply