বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নের কধুরখীল সরকারি বিদ্যালয় সংলগ্ন গড়ে উঠা দোকান গুলো পুড়ে ছাই হয়েগেছে। ২ আগষ্ট ভোর ৫টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন ভোর রাতে আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি মুদির দোকান, একটি সেলুনের দোকান, দুটি সবজির দোকান, ও ৩টি পোষা ছাগল পুড়ে যায়। ক্ষতিগ্রস্হ হলেন মোঃ মহরম আলি, মোহাম্মদ রনি, মোঃকরিম, পরিমল ও দোলন।
খবর পেয়ে ,বোয়ালখারীর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনারস্হলে দ্রুত ছুঠে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ইউনিট কমান্ডার মোঃ হায়দার হোসেন ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫লক্ষটাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন।
তিনি বলেন, আমরা প্রায় ১২লক্ষ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছি।