আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে পুকুরে বিষ ফেলেছে দুর্বৃত্তরা, ক্ষয়ক্ষতি ৩ লাখ


প্রভাস চক্রবর্তী,বোয়ালখালী:

সোমবার (৮আগষ্ট ) গভীর রাতে উপজেলার পৌরসভার এলাকায় বিষ প্রয়োগ করে প্রায় ছোট বড়, অনেক মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বোয়ালখালী পৌরসভায় দত্ত পাড়া লোকনাথ মন্দিরের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

এব্যাপারে জয়দ্বীপ চক্রবর্ত্তী বলেন, “পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ০৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

তিনি আরও বলেন, “সোমবার রাতে কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান সে জানায়। সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ০৪পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ বলেন ঘটনাটা আমি শুনেছি, নাক্ক্যজনক,ঘটনার জন্য নিন্দা জানাচ্ছি।”

এ ঘটনায় থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করা হয় বলে জানান সে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল রাজ্জাক বলেন, “খবর পেয়ে আমাদের একটি দল এস, আই,আলমগীরের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর