প্রভাস চক্রবর্তী, বোয়ালখালী:
বোয়ালখালী পৌরসভাস্হ উপজেলা সদর হইতে বুড়িপুকুর পাড় রেলক্রসিং পযর্ন্ত গাড়ির যানজট নিত্যদিন লেগেই থাকতো। শুধু তাই নয় জরুরী প্রয়োজনে কিংবা রোগীর বহনকারী গাড়ি দীর্ঘক্ষন অপেক্ষাকরতে হত। জরুরীভাবে দ্রুত যেতে চাইলেও দূর্ঘটনা ঘটত।
গোমদন্ডী বুড়িপুকুর পাড় সংলগ্ন রেলক্রসিং স্থলে রেললাইনের দুই পাশে অস্থায়ী বাজার ও ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে সৃষ্ট যানজট নিরসন ও সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন।
এসময় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ০৬টি দোকান উচ্ছেদসহ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি যানজট নিরসনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।