নিউজ ডেস্ক: চট্টগ্রাম বোয়ালখালীতে অস্ত্রসহ চারজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন মসজিদঘাট এলাকায় ক্যাম্প কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের থেকে ২টি লোকাল গান, ৩ টি এ্যামোনিশন, ৫৭ টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল, ৭৫০ গ্রাম গাজা, ২ লিটার দেশি মদ, ৪ হাজার ৭০০ দেরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, চরণদ্বীপ এলাকার হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মেদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো.মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।
বোয়ালখালী উপজেলার ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, তারা চরণদ্বীপ ইউনিয়নে আধিপত্য বিস্তার করে আসছে দীর্ঘদিন ধরে।
এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার তথ্য রয়েছে আমাদের কাছে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply